লিবিয়ায় বৈধভাবে কর্মী পাঠাতে শিগগিরই লিবিয়ার সঙ্গে চুক্তি হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, লিবিয়ার রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেছেন। সে দেশে বাংলাদেশি অনেকে অবৈধভাবে যায়। সেখানে তারা কষ্টে থাকে। এজন্য শিগগিরই বৈধভাবে লোক পাঠাতে একটি চুক্তি হবে।
প্রায়ই লিবিয়ায় অবৈধভাবে পাড়ি দেওয়া কর্মী দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় বেশ কয়েকবার এ সব কর্মীকে ফেরত নিয়ে এসেছে বাংলাদেশ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আমারনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন aamarnews.bd@gmail.com ঠিকানায়।