ঢাকামঙ্গলবার , ৬ সেপ্টেম্বর ২০২২

কাবুলে বিস্ফোরণ: রুশ দূতাবাসের দুই কর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
সেপ্টেম্বর ৬, ২০২২ ২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় রুশ দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সোমবার দূতাবাসের প্রবেশপথে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় আহত হয়েছেন ১১ জন।

পুলিশ জানায়, বিস্ফোরণে নিহত দুজনের নামপরিচয় এখনো বিস্তারিত জানা যায়নি। এ সময় দূতাবাসের নিরাপত্তারক্ষীদের গুলিতে হামলাকারী নিহত হয়েছেন।

স্থানীয় পুলিশপ্রধান মালাউয়ি সাবির বলেছেন, দূতাবাসে প্রবেশের আগেই সেখানে নিয়োজিত নিরাপত্তাকর্মীরা আত্মঘাতী হামলাকারীকে দেখে ফেলেন। এ সময় নিরাপত্তাকর্মীদের গুলিতে তিনি প্রাণ হারান। হতাহত ব্যক্তিদের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

এ ঘটনায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। তারা বলেছে, স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় জঙ্গি দূতাবাসের প্রবেশদ্বারের কাছেই বিস্ফোরণ ঘটায়। এতে দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছেন। হতাহত ব্যক্তিদের মধ্যে আফগান নাগরিকেরাও রয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আমারনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন aamarnews.bd@gmail.com ঠিকানায়।