গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় পুলিশ সুপার কাজী শফিকুল আলম বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যে কোন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দ্বিধা করবেন না। সর্বত্র মাদক বিস্তার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। মাদক বিস্তার রোধ করা আমাদের সবার দায়িত্ব। তবে প্রথমে পরিবার থেকে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। পরিবারের সন্তানদের কড়া নজরে রাখলে মাদকের বিস্তার অনেকাংশে কমে আসবে।
তিনি জেলার সার্বিক আইনশৃংখলা রক্ষা, মাদক, কিশোরগ্যাং, ছিনতাই, চুরি-ডাকাতি, সড়ক-মহাসড়কের শৃংখলা ফিরতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়কালে অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রাব্বানী শেখ, মোহাম্মদ ছানোয়ার হোসেন, নন্দিতা মালাকার, নাজমুস সাকিব প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের মোঃ সভাপতি খায়রুল ইসলাম, সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, শাহ সামসুল হক রিপন, সাংবাদিক শরীফ আহমেদ শামীম, ইজাজ আহমেদ মিলন প্রমুখ।
এর আগে পুলিশ সুপার কাজী শফিকুল আলম সোমবার তার নতুন কর্মস্থল গাজীপুরে যোগদান করেন। এসময় জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, পুলিশ সুপার কাজী শফিকুল আলম ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপ-কমিশনার ছিলেন। তিনি ২৫তম বিসিএস-এর মাধ্যমে বাংলাদেশ পুলিশের চাকুরিতে যোগ দেন।