ঢাকামঙ্গলবার , ৬ সেপ্টেম্বর ২০২২

জাল সনদ প্রস্তুতকারী চক্রের সদস্য র‌্যাবের হাতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৬, ২০২২ ২:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে জাল সনদ ও জাল সনদ তৈরির সরঞ্জামসহ ১ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। গ্রেফতার ব্যক্তির নাম মো. আল আমিন।

সোমবার (৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১০।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, রোববার (৪ সেপ্টেম্বর) র‌্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর থানার রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ প্রস্তুতকারী চক্রের ১ সদস্যকে গ্রেফতার করে।

এসময় তার কাছ থেকে ২টি জাল সার্টিফিকেট, ৪ পিস জাল সার্টিফিকেট তৈরির বিশেষ ধরনের কাগজ, ২টি জাল জন্ম সনদ, সিপিউসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি বেশ কিছুদিন ধরে জাল সার্টিফিকেট তৈরি করে আসছিল।

তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‍্যাব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আমারনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন aamarnews.bd@gmail.com ঠিকানায়।