ঢাকাবৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০২২

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
অক্টোবর ২০, ২০২২ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের নিজেদের শেষ ম্যাচটি ছিল শ্রীলঙ্কার জন্য বাঁচা-মরার। বিশ্বকাপের মূল পর্বে যেতে শ্রীলঙ্কাকে নেদারল্যান্ডসের বিপক্ষে আজকের ম্যাচটি জিততেই হতো। অবশেষে ম্যাচটি জিতে নেয় শ্রীলঙ্কা।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬২ রান। জবাবে নেদারল্যান্ডস করতে পারে ১৪৬ রান।

ডাচদের হারিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল শ্রীলঙ্কা। ৪ পয়েন্টের সাথে তাদের রান রেট এখন ০.৬৬৭। সমান পয়েন্ট হলেও নেদারল্যান্ডসের রান রেট কমে গেছে অনেক। তাদের রান রেট এখন -০.১৬২।

১৬ রানে হারলেও দেশটির রানরেট কমে যাওয়ার কারণ, আগের দুই ম্যাচেও জয়ের ব্যবধানটা বড় ছিল না। কিন্তু শ্রীলঙ্কা প্রথম ম্যাচে ৫৫ রানে হারলেও দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতকে ৭৯ রানে হারিয়েই রান রেট বাড়ানোর আসল কাজটা সেরে নিয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আমারনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন aamarnews.bd@gmail.com ঠিকানায়।