ঢাকাবুধবার , ৭ সেপ্টেম্বর ২০২২

বাংলাদেশের ইলিশ পেয়ে ভারতীয়দের উচ্ছ্বাস

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০২২ ১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

পুজার উপহার হিসেবে বাংলাদেশের পাঠানো ইলিশ পেয়ে খুশিতে ভাসছেন ভারতীয়রা। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদনে ভারতীয়দের উচ্ছ্বাস দেখা যায়।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ ইলিশ পৌঁছেছে পশ্চিমবঙ্গ প্রদেশে। হাওড়ার পাইকারি বাজারে মঙ্গলবার ভোরে এসেছে ওই ইলিশ। তার দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা।

পুজার ‘উপহার’ হিসেবে এ রাজ্যে পদ্মার ইলিশ এলো বাংলাদেশ থেকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের ঠিক আগেই সে দেশের সরকারের তরফে ইলিশ রপ্তানিতে সবুজ সঙ্কেত দেয়া হয়।

সোমবার (৫ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে শেখ হাসিনার চার দিনের ভারত সফর। তার ঠিক পরই দিনই হাওড়ার পাইকারি বাজারে এসেছে সাড়ে আট মেট্রিক টন পদ্মার ইলিশ।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আমারনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন aamarnews.bd@gmail.com ঠিকানায়।