ঢাকাবৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর ২০২২

বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, ‘নিখোঁজ’ ২

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৮, ২০২২ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

জেলার দাইনুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক তরুণ নিহত হয়েছেন। নিহত তরুণের নাম মিনহাজ (১৯)। এ ঘটনায় আরও দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে দাবি এলাকাবাসীর।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিহত মিনহাজ সদর উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের খানপুর ভেতরপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। আর নিখোঁজ দুই ব্যক্তি হলেন— একই ইউনিয়নের খানপুর খুদিহারা গ্রামের লতিফুল ইসলামের ছেলে এমতাজুল (৩০) ও ভেতরপাড়া গ্রামের সালমানের ছেলে সাগর (২০)। তারা দু’জন গুলিবিদ্ধ হওয়ায় চিকিৎসাধীন রয়েছে বলে দাবি অনেকের। তবে এর সত্যতা মেলেনি এখনো।

এলাকাবাসী জানান, বুধবার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে পাঁচ শুঁটকি ব্যবসায়ী দাইনুর বিওপির ৩১৫ নম্বর মেইন পিলারের সীমান্তের কাছে গেলে বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে মিনহাজ নিহত হন। তার মৃতদেহ ভারতের দক্ষিণ দিনাজপুরের তেলিয়াপাড়া এলাকায় রয়েছে।

এ ব্যাপারে দিনাজপুর-২৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়কের মোবাইল ফোনে বেশ কয়েকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ হয়নি। তবে দাইনুর বিজিবি বিওপির নায়েক সুবেদার আক্তার হোসেন বলেন, ‘এ বিষয়ে বিএসএফের কাছে আমরা চিঠি পাঠিয়েছি। বিএসএফ চিঠির জবাব দিয়েছে। যেকোনো মুহূর্তে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আমারনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন aamarnews.bd@gmail.com ঠিকানায়।