ঢাকাবৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর ২০২২

যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৮, ২০২২ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে সাদ্দাম মার্কেটের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম শরিফ খান (৩৮)।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল সড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে পথচারীরা মুমূর্ষ অবস্থায় শরিফকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে শরিফের বন্ধু আওলাদ হোসেন জানান, শরিফের বাড়ি মুন্সিগঞ্জে। পিতার নাম ইউনুস খান। ডেমড়া সারুলিয়া দক্ষিণ টেংরা এলাকায় স্ত্রী আফিয়া সায়েরা ও এক ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন তিনি। সদরঘাটে একটি ফলের আড়তে চাকরি করতেন। আজ সকালে সদরঘাট যাওয়ার উদ্দেশে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হন তিনি।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। পথে সাদ্দাম মার্কেটের সামনে আসলে একটি মুরগী ভর্তি পিকআপ ভ্যান ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে পথচারীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরপরই পিকআপ চালক পিকআপ নিয়ে পালিয়ে গেছে। তবে পিকআপ ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এসআই আশরাফুল আলম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আমারনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন aamarnews.bd@gmail.com ঠিকানায়।