ঢাকাবৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০২২

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ তেল উৎপাদন বাড়ানো উচিত : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ২০, ২০২২ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্কঃ ওয়াশিংটন, ২০ অক্টোবর, ২০২২ (বাসস ডেস্ক) : ইউক্রেনে রুশ হামলার পর থেকে জ্বালানি তেলের দামের উর্ধ্বগতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের উচিত অভ্যন্তরীণ তেল উৎপাদন বাড়ানো।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার এ কথা বলেন।
হোয়াইট হাউসে তিনি আরো বলেন, জ্বালানি সংকট মানে আমেরিকানদের দায়িত্বপূর্ণভাবে আভ্যন্তরীণ তেল উৎপাদন বাড়ানো দরকার।

দেশকে স্বচ্ছ্ব জ্বালানি ব্যবহারের দিকে নিয়ে যেতে তার অঙ্গীকারের সঙ্গে এ উদ্যোগ সামঞ্জস্যপূর্ণ হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আমারনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন aamarnews.bd@gmail.com ঠিকানায়।