ঢাকামঙ্গলবার , ৬ সেপ্টেম্বর ২০২২

শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
সেপ্টেম্বর ৬, ২০২২ ২:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঘরের মাঠের সুবিধাটা একদমই কাজে লাগাতে পারেনি শ্রীলঙ্কা। শুধু তাই-ই নয়, নিজেদের দর্শকদের সামনে বরং স্বাগতিকদের লেগেছে আরও নাজুক। এই সুযোগটা কাজে লাগিয়েছেন বাংলাদেশের ফরোয়ার্ডরা। একের পর এক দুর্দান্ত গোলে স্বাগতিক রক্ষণকে বিধ্বস্ত করেছেন মুর্শেদ-রুবেলরা । আর তাতে সাফ অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়িনশীপে চমৎকার শুরু হয়েছে বাংলাদেশের।

কলোম্বোর রেসকোর্স স্টেডিয়ামে সোমবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। লাল-সবুজ যুবাদের হয়ে দুটি গোল করেছেন মুর্শেদ আলী। একটি করে গোল করেছেন রুবেল শেখ, নাজিম উদ্দিন ও সিরাজুল ইসলাম রানা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে লাল-সবুজের দলকে লিড এনে দেন রুবেল শেখ। ডি-বক্সের বাইরে থেকে মিরাজুল ইসলামের জোরালো শট ফিরিয়ে দিলেও আয়ত্তে রাখতে পারেননি প্রতিপক্ষ গোলরক্ষক। সহজ সুযোগ পেয়ে জালে বল জড়াতে ভুল করেননি রুবেল।

এগিয়ে যাওয়ার পরের মিনিটে আবারও সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু এবার আশিুকুর রহমানের শট যায় গোলপোস্টের উপর দিয়ে। নবম মিনিটে লিড দ্বিগুণ করেন মুর্শেদ আলী। গোলপোস্টের কাছ থেকে পারভেজ আহমেদের থ্রোতে হেড করে জালের দেখা পান এই উইঙ্গার।

২ গোলে পিছিয়ে গিয়েও ইমরান-রানাদের রক্ষণে চড়াও হতে পারেনি শ্রীলঙ্কান ফরোয়ার্ডরা। বরং নিজেদের রক্ষণভাগ সামলাতেই ঘাম ঝরেছে স্বাগতিকে ফুটবলারদের। প্রথমার্ধের বাকি সময়ে বেশকিছু সহজ সুযোগ হারিয়েছে বাংলাদেশও। ২-০ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে আগের মতো আক্রমণের ধার বজায় রাখতে পারেনি বাংলাদেশ। সুযোগ পেয়ে ইমরানদের রক্ষণে চাপ সৃষ্টি করে শ্রীলঙ্কা। তবে এবারেও জালে বল জড়াতে ব্যর্থ স্বাগতিক ফরোয়ার্ডরা।

উল্টো ৭৫ তম মিনিটে ব্যবধান তিনগুণ করে বাংলাদেশ। সতীর্থের করা ক্রস থেকে হালকা পায়ের ছোঁয়ায় স্কোরশিটে নাম লেখান মুর্শেদ।

বাংলাদেশের গোলরক্ষক আসিফের ভুলকে কাজে লাগিয়ে ৭৭ তম মিনিটে ব্যবধান কমায় শ্রীলঙ্কা। তবে প্রথমবার জালে বল জড়ানোর উল্লাসটা বেশিক্ষণ স্থায়ী হয়নি স্বাগতিকদের।

৭৯ তম মিনিটে মুর্শেদের করা ফ্রি-কিক থেকে হেডে গোল করেন সিরাজুল ইসলাম রানা। এরপর অতিরিক্ত সময়ে নাজিম উদ্দিনের গোলে ব্যবধান টা ৫-১ এ নিয়ে যায় লাল-সবুজের যুবারা। বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আমারনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন aamarnews.bd@gmail.com ঠিকানায়।