ঢাকাশনিবার , ১১ মার্চ ২০২৩

স্বামী-সন্তান ছেড়ে প্রেমিকের সঙ্গে উধাও গৃহবধূ

অনলাইন রিপোর্ট
মার্চ ১১, ২০২৩ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের বন্দরে স্বামী-সন্তান রেখে রিতু আক্তার (২০) নামে এক গৃহবধূ পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১০ র্মাচ) দুপুরে বন্দর থানায় স্বামী সুজন মিয়া বাদী হয়ে একটি জিডি করেন। নিখোঁজ রিতু মদনগঞ্জ নয়াপাড়া এলাকার চা ব্যবসায়ী সুজন মিয়ার স্ত্রী।

এ ব্যাপারে ভুক্তভোগী সুজন মিয়া গণমাধ্যমকে জানান, গত পাঁচ বছর আগে রিতুকে বিয়ে করে বর্তমানে মদনগঞ্জ নয়াপাড়া এলাকায় আঞ্জু মোল্লার বাড়িতে বসবাস করছিলাম। আমাদের একটি চার বছরের কন্যাসন্তান রয়েছে। আমি দোকানে কাজ করার সুবাদে আমার স্ত্রী আমার অনুপস্থিতে পরকীয়া প্রেমে জড়িয়ে পরে।

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আমি কাজে থাকার সুবাদে আমার স্ত্রী আমার জমানো নগদ ৩০ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়।

নিখোঁজ গৃহবধূর সন্ধানে পুলিশ উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আমারনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন aamarnews.bd@gmail.com ঠিকানায়।