ঢাকাশুক্রবার , ১৮ নভেম্বর ২০২২

স্মিথ-ওয়ার্নার-হেডের ঝাঁজে বৃথা গেল মালানের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
নভেম্বর ১৮, ২০২২ ১২:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

এক যুগ পর টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জয়ের আনন্দে ঘোরের মধ্যে ছিল ইংল্যান্ড দল। মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জয়ের চারদিন পর এডিলেডে এসে সেই ঘোর কেটেছে। অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হার দিয়ে শুরু করেছে বাটলারের দল ওয়ানডে সিরিজ।

হোমে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে না পারার কষ্টটা এদিন লাঘব করেছে অস্ট্রেলিয়া। আইসিসি ওয়ানডে সুপার লিগের সিরিজ বলে সিরিয়াসলি নিয়েছে অস্ট্রেলিয়া।

এডিলেডে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ব্যাটিং পাওয়ার প্লে-তে ইংল্যান্ডকে (৪৭/৩) নামিয়ে এনেছে ব্যাকফুটে। স্কোরশিটে ৬৬ উঠতে ৪ ব্যাটার ফিরে যাওয়ার পরও হতোদ্যম হননি ডেভিড মালান।

৫ম উইকেট জুটিতে ৫২,৬ষ্ঠ জুটিতে ৪০,৭ম জুটিতে ৪১ এবং ৮ম জুটিতে ৬০ রানে দিয়েছেন নেতৃত্ব এই ওপেনার। ডেভিড মালানের ক্যারিয়ারসেরা ওয়ানডে ইনিংসে (১২৮ বলে ১২ চার, ৪ ছক্কায় ১৩৪) ইংল্যান্ড শেষ পর্যন্ত পেয়েছে চ্যালেঞ্জিং পুঁজি। তৃতীয় পাওয়ার প্লে’র ৭২ রানে স্কোরটা টেনে নিতে পেরেছে ইংল্যান্ড ২৮৭/৯ পর্যন্ত। মালান ছাড়া ইংল্যান্ডের বলার মতো ইনিংস নেই কারো।

অস্ট্রেলিয়ার অধিনায়ক পেস বোলার কামিন্স খরুচে বোলিং করলেও পেয়েছেন ৩ উইকেট (৩/৬২)। লেগ স্পিনার জাম্পা পেয়েছেন ৩ উইকেট (৩/৫৫)।

২৮৮ রানের চ্যালেঞ্জ পাড়ি দেয়ার আবহ ব্যাটিং পাওয়ার প্লে-তে দিয়েছে অস্ট্রেলিয়া (৬৫/০)। ওপেনিং পার্টনারশিপে ১১৮ বলে ওয়ার্নার-ট্রাভিস হেড ১৪৭ রান যোগ করে ম্যাচটা অস্ট্রেলিয়ার হাতের মুঠোয় এনে দিয়েছেন।

হেড ৬৯ এবং ওয়ার্নার ৮৬ রানে ফিরে গেলে ফিনিশারের ভুমিকায় অবতীর্ণ হয়েছেন স্মিথ (৭৮ বলে ৯ চার,ম ১ ছক্কায় ৮০*)। এই ত্রয়ীর ব্যাটিংয়ে ১৯ বল হাতে রেখে ৬ উইকেটের বিশাল জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

ইংল্যান্ড : ২৮৭/৯ (৫০.০ ওভারে)

অস্ট্রেলিয়া : ২৯১/৪ (৪৬.৫ ওভারে)

ফল : অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : ডেভিড মালান (ইংল্যান্ড)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আমারনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন aamarnews.bd@gmail.com ঠিকানায়।